গৌরনদীতে মোটর সাইকেল না দেয়ায় প্রবাসীকে পিটিয়ে জখম!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে মোটর সাইকেল না দেয়ায় প্রবাসীকে পিটিয়ে জখম!
মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪


গৌরনদীতে মোটর সাইকেল না দেয়ায় প্রবাসীকে পিটিয়ে জখম!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

দাবিকৃত মোটর সাইকেল কিনে দিতে অস্বীকার করায় বরিশালের গৌরনদীতে সৌদি প্রবাসীর বাড়িতে ঢুকে প্রবাসী ভাষাই খানকে পিটিয়ে আহত করার অভিযোগ  উঠেছে  এক  বিএনপি’ নেতার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার শরিকল ইউনিয়নের বেদগর্ভ গ্রামে সৌদি প্রবাসী ভাষাই খানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। খবরপেয়ে শরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই গ্রামের সৌদি প্রবাসী ভাষাই খানের ছেলে টুটুল খান অভিযোগ করে বলেন, সৌদি প্রবাসী আমার বাবা  ভাষাই খান ছুটি নিয়ে গত ছয়মাস পূর্বে দেশে ফিরে আসেন। গত ৫ আগস্ট আ’লীগ সরকারের পতনের পর শরিকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর মৃধার ছেলে যুবদল নেতা পলাশ মৃধা ও তার সহযোগীরা আমার বাবার কাছে তিনটি পালসার মোটরসাইকেল ক্রয় করে দেওয়ার দাবি করে আসছিলেন। তাদের দাবীকৃত মোটরসাইকেল কিনে দিতে অস্বীকার করলে  পলাশ মৃধা ও তার ৮/১০ সহযোগী মঙ্গলবার সকালে আমাদের বাড়িতে ঢুকে আমার বাবা ভাষাই খানকে পিটিয়ে আহত করে । এসময় আমার মা তাদের বাঁধা দিতে গেলে তাকেও আহত করে স্বর্নের চেইন ছিনিয়ে নেয় তারা। হামলাকারীদের ভয়ে আমরা আতংকের মধ্যে রয়েছি।
উল্লেখিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন  দাবি করে শরিকল ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর মৃধার ছেলে যুবদলের কর্মী পলাশ মৃধা বলেন, আ’লীগ শাসনামলে ভাষাই খান এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন করেছিল। আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য ভাষাই খান যুবদল নেতাকর্মীদের নামে অপপ্রচার চালাচ্ছে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৫৭ ● ৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ