ফুলবাড়ীতে মা-ছেলে মাদক কারবারীর কারাদন্ড

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে মা-ছেলে মাদক কারবারীর কারাদন্ড
মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪


ফুলবাড়ীতে মা-ছেলে মাদক কারবারীর কারাদন্ড

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে মাদক কারবারি মা ও ছেলে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রকান করা হয়েছে।
জানা যায়, আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারিক গোলাপী বেগম (৫০) ও তার ছেলে সুমন হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
পরে আটক মা ও ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে ১০০ টাকা করে জরিমানাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, দাদপুর গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে ওই গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মা গোলাপী বেগম ও ছেলে সুমন হোসেনকে আটক করে জরিমানাসহ ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাজাপ্রাপ্ত গোলাপী বেগমের স্বামী ও সুমন হোসেনের পিতা আব্দুল জলিল মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।


এসিজি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:১০ ● ৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ