ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥
সুনামগঞ্জের ছাতক উপজেলার ২০২৪-২৫ অর্থ বছরে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কার্যক্রম আনুষ্টানিকভাবে উদ্ধোধন করা হয়েছে। গত রোববার (১৫ ডিসেম্বর) বিকালে জাউয়াবাজার ইউপির চাউলির হাওরের বিনন্দপুর, কোনাপাড়া, বড়বিল ডুবন্ত বাঁধ ও ভাঙ্গা মেরামত ও সংস্কারের কাজের উদ্বোধন করেন উপজেলা কাবিটা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।
এসময় উপজেলা কাবিটা কমিটির সদস্য সচিব ও ছাতক ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীর শাখা কর্মকর্তা মো. মাসুম চৌধুরী ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, প্রেসক্লাবের সদস্য লুৎফুর রহমান শাওন, উপজেলা সমন্বয়ক এহসানুল মাহবুর জুবায়ের, রেজাউল করিম সোহাগ ও পিআইসি কমিটির সভাপতি কয়েছ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্ধোধন শেষে বেড়ি বাধ ভাঙ্গনে মাটি ফেলার পর দোয়া অনুষ্টিত হয়। উপজেলা পিআইসি কমিটির যাচাই-বাছাই প্রক্রিয়া চলাকালে চূড়ান্ত করা হয়েছে। এবারে ২৮টি পিআইসি কমিটি গঠন করা হয়েছে। সরকারিভাবে বাধ রক্ষার জন্য ৩ কোটি ২৯লাখ ৭৮হাজার বরাদ্ধ করা হয়েছে।
জানা যায়, নির্ধারিত সময় পেরিয়ে গেলে ছাতকে হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) গঠন কাজ সম্পূর্ণ করা হয়। এ ছাড়া গঠিত ২৮ টি পিআইসির মধ্যে মাত্র ৬ টির কাজ শুরু করা হয়েছে। বাকী কাজগুলো পরে শুরু হবে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নীতিমালা অনুযায়ী, গত ৩০ নভেম্বরের মধ্যে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে জরিপ কাজ, প্রাক্ষলন ও পিআইসি গঠনের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, তা করা হয়নি। এ ছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে, তা ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে। এতে শঙ্কায় আছেন ওই অঞ্চলের কৃষকেরা।
কৃষকেরা বলছেন, আগে দেখাতাম আওয়ামীলীগ ও যুবলীগ নেতা হলে নিয়মনীতিকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে জমি কাগজ পত্র ছাড়াই পিআইসি কমিটি গঠন করা হতো। এবাব প্রকৃত কৃষক ছাড়া পিআইসি কমিটি নেতাদের কোন স্থান নেই। উপজেলা পাউবো, প্রশাসন ও হাওর অঞ্চলের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাতক উপজেলার জাউয়াবাজার, চরমহল্লা দক্ষিণ খুরমা, উত্তর খুরমা ও নোয়ারাই, পৌরসভাসহ উপজেলায় আংশিক এলাকা মূলত হাওরাঞ্চল। হাওরের এক মাত্র ফসল বোরো। এই ফসলের ওপরই নির্ভর করে কৃষকদের সারা বছরের সংসার খরচ, চিকিৎসা, সন্তানদের পড়ালেখা ও আচার–অনুষ্ঠান। উপজেলায় ছোট–বড় মোট ২৮টি হাওর রয়েছে। জাউয়াবাজার ইউপিসহ ২০২৪ সালে ৩৩টি পিআইসির মধ্যে ২৮টি পিআইসি গঠন করেন পাউবো। গত বছরের চেয়ে অনেক কম পাউবো সরকারি ভাবে ৩কোটি ২৯লাখ ৭৮হাজার টাকা বরাদ্ধ করা হয়। সার্ভে করার পরও অনেক জায়গা বাকি রয়ে গিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, নীতিমালা অনুসরণ করে পিআইসি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু উপজেলা ২৮টি পিআইসি কমিটির সদস্যরা চূড়ান্ত তালিকা প্রকাশে একমত পোষন করেন।
এএমএল/এমআর