ফুলবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে মহান বিজয় দিবস পালিত
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪


ফুলবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।
পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরস্থ শহিদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা চত্বরে বিজয় মেলার উদ্বোধন ও উন্মুক্ত ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ক্রীড়ানুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মীর মো. আল কামাহ্ তমালের সভাপতিত্বে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, পুলিশ-পরিদর্শক এবং অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


এসিজি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:৩৫ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ