গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪


গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে আটটায় উপজেলা চত্বরে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা।
সকাল নয়টায় সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান প্রমূখ। অপরদিকে, দক্ষিণ নাঠৈ গ্রামের আরডব্লিউ টিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (প্রস্তাবিত)  সিনিয়র ভাইস চেয়ারম্যান মোসা. রিনা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন আরডব্লিউ টিম ফুড রাইটস এডুকেশন-অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (প্রস্তাবিত) সাদাকো-হাকন আইসিইজি লিঃ এর চেয়ারম্যান এইচ.এম নাসির উদ্দিন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, সাবেক পৌর কাউন্সিলর শাহনাজ পারভিন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোল্লা ফারুক হাসান বক্তব্য রাখেন।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৫৮ ● ৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ