বামনায় ৭ম শ্রেণীর ছাত্রী অপহরণের শিকার!

প্রথম পাতা » বরগুনা » বামনায় ৭ম শ্রেণীর ছাত্রী অপহরণের শিকার!
শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪


বামনায় ৭ম শ্রেণীর ছাত্রী অপহরণের শিকার!

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় ৭ম শ্রেণীর ছাত্রীকে উপজেলার ডৌয়াতলা বাজার সংলগ্ন এলাকা থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
এ ব্যাপারে অপহরণকৃত মেয়ের বাবা মো. আনসার আলী বামনা থানায় মামলা দায়ের করেন। অপহরণকৃত ছাত্রীর নাম সাবরিনা আক্তার জান্নাতি বয়স (১৩)।  জান্নাতী ছোনবুনিয়া ডৌয়াতলা আর রহমান আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ও বলইবুনিয়া গ্রামের আনসার আলীর কন্যা।
ঘটনার সূত্রে জানা যায় সম্প্রীতি উপজেলার ছোট তালেশ্বর গ্রামের মো. আব্দুল জলিলের পুত্র মো. হাসান ও তার সহযোগীরা গত ৫ই ডিসেম্বর সন্ধ্যায় ডৌয়াতলা বাজার থেকে সাবরিনা আক্তার জান্নাতি কে অপহরণ করে নিয়ে যায়।  অপহরণকারী হাসান ডৌয়াতলা বাজারের ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসায়ী এবং তিনি এক সন্তানের পিতা।
এ ব্যাপারে গত ৮ ডিসেম্বর বামনা থানায় অপহরণকৃত ছাত্রীর পিতা মো. আনসার আলী বাদী হয়ে অপহরণকারী মো. হাসান সহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০২০) ধারায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০২।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ হাওলাদার জানান মো. আনসার আলী বাদী হয়ে বামনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আমরা মামলাটি আমলে নিয়ে  অপহরণকারীকে দ্রুত উদ্ধার ও আসামীদেরকে গ্রেফতারের আইনগত ব্যবস্থা নিয়েছি।

 

 

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৫:০১ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ