নাজিরপুরে ৮দোকান ভষ্মিভূত হয়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ৮দোকান ভষ্মিভূত হয়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০২৪


------

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে অগ্নিকান্ডে ৮টি দোকান ভূষ্মিভূত হয়েছে। গত বুধবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষনে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইল সহ মোট ৮টি দোকান পুড়ে ভূষ্মিভূত হয়ে যায়। এ প্রসঙ্গে শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান জানান, আগুন লাগার খবর শুনে বাড়ি থেকে আসতে আসতে তার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।

নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, ‘আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।’ তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৫:৪৮ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ