কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪


কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরুকাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
কাউখালী প্রগতি স্পোটিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আমরা কমল ও লাঙ্গুলী সাহাপুরা সমাজকল্যান ক্লাব অংশ নেয়।
ডে নাইট এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম আহসান কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ,প্রগতি ক্লাবের উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শাফিউল আযম দুলাল,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিকসন প্রমূখ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:৩০ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ