নেছারাবাদে স্কুল-কলেজ মন্দিরসহ ১০প্রতিষ্ঠানে চুরি

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে স্কুল-কলেজ মন্দিরসহ ১০প্রতিষ্ঠানে চুরি
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪


নেছারাবাদে স্কুল-কলেজ মন্দিরসহ ১০প্রতিষ্ঠানে চুরি

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের স্কুল-কলেজ, মন্দিরসহ দুটি দোকানের তালা ভেঙ্গে টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে।  সোমবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে ওই চুরি সংগঠিত হয়েছে।
কুড়িয়ানা আর্য সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কর জানান, তার বিদ্যালয়ের তালা ভেঙে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়েছে। কবি গুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রঞ্জন সমদ্দার জানান, কলেজের পুরাতন শিক্ষক মিলনায়তনের তালা ভেঙ্গে ভিতরে থাকা মূল্যবান কাগজ পত্র ফেলে রাখে। আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অফিস কক্ষের ৩টি ষ্টীল আলমিরার তালা ভেঙ্গে সাত থেকে  আট হাজার টাকা নিয়েছে। আন্দাকুলের চায়ের দোকান্দার সজল মিস্ত্রীর দোকান ভেঙ্গে ৩০০ টাকা, অঞ্জন হালদারের দোকান থেকে ১ হাজার ২০০ টাকা নিয়েছে। এছাড়াও  পূর্ব ব্রহ্মনকাঠি কালী মন্দির,  আন্দাকুল লোকনাথ মন্দির, আন্দাকুল গবিন্দ মন্দির  মন্ডল বাড়ী কালী মন্দির ও বাবুল মেম্বারের বাড়ীর রাস্তা সংলগ্ন মন্দিরের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা পয়সা নিয়ে গেছে।
এ বিষয়ে থানায় খবর দিলে এস আই মো. পনির খানসহ অন্যান্য অফিসারগন ঘটনাস্থল পরিদর্শন করে তালিকা প্রস্তুত করেছেন। এস আই পনির খান জানান,  লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:৫৫ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ