কাউখালীতে দুই ট্রলারের সংঘর্ষে একজনের মৃত্যু!

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে দুই ট্রলারের সংঘর্ষে একজনের মৃত্যু!
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪


কাউখালীতে দুই ট্রলারের সংঘর্ষে একজনের মৃত্যু!

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে আরেক যাত্রীবাহী  ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

সোমবার (৯ডিসেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সোনাকুর কাউখালী খেয়া ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শংকর কুন্ডু(৪০) আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের বাসিন্দা।

আহত ট্রলারের যাত্রীরা বলেন, কাউখালী লঞ্চ ঘাট থেকে ট্রলারে সোনাকুর খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে মাঝনদীতে আসলে হঠাৎ এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে আমাদের ট্রলারের সংঘর্ষে শংকর কুন্ডু আহত হয় পরে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কাউখালী  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:০২ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ