আমতলীতে চার জয়িতাকে সংবর্ধনা প্রদান

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে চার জয়িতাকে সংবর্ধনা প্রদান
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪


আমতলীতে চার জয়িতাকে সংবর্ধনা প্রদান

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলার চার নারীকে জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে । সোমবার দুপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ দেয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন্নাহার বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, মেডিকেল অফিসার মোঃ সবুজ মিয়া, ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন ও প্রভাষক বানী রানী শীল প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম জয়িতা মোসাঃ মুজিবুননেছা, নাজমুন নাহার, আকলিমা বেগম ও শিউলী বেগমকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এর আগে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোকেয়া দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৫ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ