নেছারাবাদে আন্তর্জাতিক দুর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে আন্তর্জাতিক দুর্ণীতি প্রতিরোধ দিবস পালিত
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪


নেছারাবাদে আন্তর্জাতিক দুর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়।
উপজেলা পরিষদের সামনে স্বরূপকাঠী টু পিরোজপুর সড়কে আধা ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা দুপ্রকের সভাপতি নিরঞ্জন হালদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক হালিমুর রহমান শাহিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান,  বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভুমি) মো. রায়হান মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান মানিক প্রমুখ।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১০:৪৬ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ