নাজিরপুরে বাল্যবিবাহ রোধে বসুন্ধরা শুভসংঘের সভা

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে বাল্যবিবাহ রোধে বসুন্ধরা শুভসংঘের সভা
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪


নাজিরপুরে বাল্যবিবাহ রোধে বসুন্ধরা শুভসংঘের সভা

 

নাজিরপুর (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখা। রোববার (৮ ডিসেম্বর) উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উথান মন্ডলের সভাপতিত্বে ও শুভসংঘের মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি ও নাজিরপুর বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অহিদুজ্জামান, পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর রঞ্জন সমাদ্দার, শিক্ষক নিহার রঞ্জন মজুমদার, তাপস মিস্ত্রি, বুলু সমাদ্দার, গৌরী রানী দাস ও শুভ সংঘের পক্ষে থেকে নিয়াজ মোর্শেদ, মেহেদী সরদার, শিক্ষার্থীদের মধ্যে তনুশ্রী মন্ডল, অঙ্কিতা রায়, মিলি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের এক চরম ব্যাধি। বাল্যবিবাহের ফলে অনেক মেয়ের জীবন অকালে শেষ হয়ে যায়। আমাদের শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটতে দেখলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ করতে হবে।

পাশাপাশি বাল্যবিবাহের মানসিকতা থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এসময় শিক্ষক উথান মন্ডল উপজেলার দীর্ঘা ইউনিয়নে একটি বাল্যবিবাহের মাধ্যমে কি ভাবে একজন মেধাবী ছাত্রীর জীবন নষ্ট হয়েছে সেদিক তুলে ধরে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয়দের আরও সচেতন হতে পরামর্শ দেন।


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৫৩ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ