গোপালগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪


গোপালগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ সদর উপজেলা বৌলতলী দক্ষিণ বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় মেসবাহ তালুকদার (৯) নামক  এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের বৌলতলী দক্ষিণ  বাসস্ট্যান্ডের মোহাম্মদপাড়া জামে মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মেসবাহ তালুকদার পদ্ধবিলা গ্রামের সুমন তালুকদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানায় ওসি সাজেদুর রহামন বলেন,  টেকেরহাট থেকে ছেড়ে আশা একটি  মাছের ট্রাক  বৌলতলী দক্ষিণ বাসস্ট্যান্ডে আসলে মেসবাহ তালুকদার নামক একটি শিশু রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। নিহত শিশুর মরাদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১০:২০ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ