গোপালগঞ্জে ৭ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে ৭ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত
শনিবার ● ৭ ডিসেম্বর ২০২৪


গোপালগঞ্জে ৭ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

৭ই ডিসেম্বর গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালন করেন গোপালগঞ্জ জেলার সকল বীর মুক্তিযোদ্ধারা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দিনটি পালন করা হয়।
ঐতিহাসিক  ৭ ডিসেম্বর, ১৯৭১ সালের  স্বাধীনতার যুদ্ধে এই দিনে  পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় বরণ করে গোপালগঞ্জ ছেড়ে চলে যায়। পরাধীনতার শিকল ভেঙে মুক্ত হয় গোপালগঞ্জ জেলা। দেশ স্বাধীন হওয়ার পর থেকে গোপালগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে ৭ ডিসেম্বর গোপালগঞ্জ  মুক্ত দিবস পালন করেন। দিবসটি উপলক্ষে  বীর মুক্তিযোদ্ধারা ৭ই ডিসেম্বর ও স্বাধীনতা যুদ্ধের ইতিকথার আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

বীর মুক্তিযোদ্ধা শেখ অলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ শেখ।
আলোচনা সভায় বক্তব্য কালে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা গেরিলা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাত থেকে দেশ ও দেশের মানুষের মুক্তির জন্য অস্ত্র দিয়ে যুদ্ধ করেছি। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। দেশের প্রয়োজনে যদি আবার অস্ত্র ধরতে হয় তাও ধরবো, দেশের স্বাধীনতা নষ্ট হতে দেব না।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:২৬ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ