গৌরনদীতে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে আহত-১১

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে আহত-১১
শুক্রবার ● ৬ ডিসেম্বর ২০২৪


গৌরনদীতে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে আহত-১১

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

আধিপত্য বিস্তারকে কেèদ্র করে বরিশালের গৌরনদীতে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে  ৩ দফায় ধাওযা-পাল্টাধাওয়া, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে ছাত্রদলের ১১ নেতাকর্মী আহত হয়েছে। এ সময় ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ও দুপুরে সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে  আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রদলের ২ কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একাধিক ছঅত্রদল নেতা ও প্রত্যক্ষদর্শীরা জাানয়, সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত  একমাস ধরে পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হাসান তানিমের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরধরে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হাসান তানিমের ৬/৭ জন সমর্থক   বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেনের সমর্থক ছাত্রদল কর্মী মুহিন সরদারকে মারধর করে। খবর পেয়ে ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রদলের ১০/১২ কর্মী-সমর্থক ক্যাম্পাসে পাল্টাহামলা চালিয়ে ছাত্রদল নেতা তানভির হাসান তানিম, ছাত্রদলকর্মী ইয়াসিন আরাফাত, লিমন ইসলাম অমিতকে মারধর করে।   এ হামলার প্রতিবাদে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইত্তেসাম পারভেজ ও সদস্য সচিব তানভির হাসান তানিমের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থকরা সন্ধ্যা ৬টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে পৌছে। এ সময় ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে ২০/২৫ নেতাকর্মী দেশীয় ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিলের ওপর হামলা চালালে উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্সে লিপ্ত হয়। এ সময় ৫/৬ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনদফা হামলায় ছাত্রদল নেতা তানভির হাসান তানিম, তার সমর্থক ছাত্রদলকর্মী ইয়াসিন আরাফাত, আরিফ মৃধা, সোহান সরদার, ইমরান মাহামুদ, সাকিব খান জয়, মো. হৃদয় ও ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের সমর্থক পৌর ছাত্রদলের সদস্য নয়ন হাওলাদার,  কলেজ ছাাদলের কর্মী মান্নান ডাক্তার, মুহিন সরদার,  লিমন সরদারসহ ১১ নেতাকর্মী আহত  হয়। গুরুতর আহত ছাত্রদল কমী আরিফ মৃধা, মান্নান ডাক্তারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে  । বাকি আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে তিনি একদল সঙ্গীয় ফোর্স নিয়ে ও গৌরনদী ক্যাম্পের একদল সেনা সদস্য ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল-আমিন জানান, কয়েকজন বহিরাগত সন্ত্রাসী বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতা তানভির হাসান তানিম, কর্মী ইয়াসিন আরাফাতের ওপর ও সন্ধ্যায় কলেজ ছাত্রদলের মিছিলের  উপর হামলা চালায়।  এ হামলার সাথে ছাত্রদলের কোন নেতাকর্মী জড়িত নাই।

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৮:০০ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ