ভারতের উগ্রবাদীরা সীমান্তে হামলার সাহস দেখাচ্ছে; মাসুদ সাঈদী

প্রথম পাতা » পিরোজপুর » ভারতের উগ্রবাদীরা সীমান্তে হামলার সাহস দেখাচ্ছে; মাসুদ সাঈদী
শুক্রবার ● ৬ ডিসেম্বর ২০২৪


ভারতের উগ্রবাদীরা সীমান্তে হামলার সাহস দেখাচ্ছে; মাসুদ সাঈদী

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন ভারতের উগ্রবাদীরা বাংলাদেশের বডারে হামলা করার সাহস দেখাচ্ছে। আর বাংলাদেশেও গভীর রাতে মুখে কাপড় বেঁধে দু-চারজন বাংলাদেশ বিরোধী মিছিল করার সাহস পাচ্ছে। আমরা ভারতের প্রতি অনুরোধ জানাবো ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি আছে। এই বন্দি চুক্তির বিনিময়ের মাধ্যমে ভারতে আশ্রয়, প্রশ্রয়ে লালিত পালিত। ভারতের পোষ্য, ভারতের গোলাম খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে বিশাল গণ সমা‌বে‌শে ইউনিয়ন জামায়া‌তের সভাপ‌তি আলহাজ্ব মোঃ এনামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী

মাওলানা আব্দুল্লাহ আল কাইউম, সহ-সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসা‌বে তি‌নি এসব কথা ব‌লেন।

মাসুদ সাঈদি বলেন, আমরা চাই তিনি বাংলাদেশে ফিরে আসুক। তিনি পালনোর আগে বলেছিলেন শেখের মেয়ে পালায় না কিন্তু আমরা কি দেখলাম হেলিকপ্টার উড়ার আগে তিনি উড়ে গেলেন। শেখের মেয়ে যতি না পালায় তাহলে হেলিকপ্টারে যে পালালো সে কি শেখের মেয়ে না? প্রিয় ভাইয়েরা আমরা বাংলাদেশকে একটি সুখি সম্মৃদ্ধিশালী দেশ হিসেবে দেখতে চাই। আর এই সুখি সম্মৃদ্ধিশালী দেশ গড়ার স্বপ্ন দেখেছিলো জামায়াতে ইসলামীর সকল নেতৃবৃন্দ। এই দেশে কোরআনে আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক সেই জন্য আন্দোলন করছে জামায়েত ইসলামী। যার কারনে ভারত খুশি হতে পারেনি। ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলাম কায়েম হোক এটা ভারত দালালের চায় নাই। সে কারনে বাংলাদেশের সব থেকে সংগঠিত ইসলামী দল, জামায়াতে ইসলামকে তারা টার্গেট করেছিলো।

তিনি আরো বলেন, এতো এতো ইসলামী দল বাংলাদেশে কোনো ইসলামী দলের বিরুদ্ধে তারা অভিযোগও করেনি। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন কেনো সেদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে টার্গেট করা হয়েছিলো। তার একটি কারন তারা জানে জামায়াতে ইসলামী যে কলেমার দাওয়াত দেয় ওই কালেমার দাওয়াতের কাছে জালিমের শাসনের সামনে জামায়েত ইসলামীর একজন নেতাকর্মীও মাথা নত করবে না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, নাজিরপুর উপজেলা জামায়ােতর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ মোল্লা, নাজিরপুর জামায়াতের উপজেলা সমাজ কল্যাণ বিভাগের মো. আনিছুর  রহমান মল্লিক, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি শেখ আবু হনিফ প্রমূখ।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৭:৩৬ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ