আমরা দুণীর্তি ও সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চাই-ডা. শফিকুর রহমান

প্রথম পাতা » পিরোজপুর » আমরা দুণীর্তি ও সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চাই-ডা. শফিকুর রহমান
সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪


আমরা দুণীর্তি ও সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চাই-ডা. শফিকুর রহমান

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, “মাওলানা মো. দেলোয়ার হোসেন সাইঈী সহ হাজার হাজার মানুষকে জুলুম নির্যাতন করে মারা হয়েছে। দেশের আঠারকোটি মানুষের চোখের জলে মহান আল্লাহ সাড়া দিয়ে আমাদের মুক্ত করেছেন। বিগত সারে পনের বছরে হাজার হাজার মানুষকে জীভন দিতে হয়েছে। হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে। দফায় দফায় মানুষদের জেলে ভরে রেখেছে। জাতি ধর্ম দলমত নির্বিশেষে জীবন দিতে হয়েছে।  আজ আমরা মুক্ত বাতাসের স্বাধ নিতে পারছি। আমরা স্বাধীন”।

সেমবার (২ ডিসেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বাজার সড়কে এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি এ কথা বলেন।
ডা: শফিকুর রহমান আরো বলেন, আমরা দুর্নিতী ও সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চাই, “জাতি,ধর্ম,বর্ন নির্যাতিত মানুষের রক্তে ২৪ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত,নিপীড়িত নিগৃহীত মানুষের ডাকে সাড়ায় আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লব আমাদের সবার অংশগ্রহনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রান দিয়েছেন। কেউ চিরতরে পঙ্গু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এ দেশ হবে, মুসলিম,হিন্দু বৌদ্ধ,খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোন রক্তপাত দেখতে চাইনা। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষে দেশটা হবে সন্ত্রাস,চাদাবাজ,র্দুনীতিমুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে সুন্দর  একটা বাংলাদেশ গড়ি”।
তার সফর সংগী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটি রোকন, এবং চেয়ারম্যান, সাঈদী ফাউন্ডেশন আলহাজ্ব মোঃ শামীম বিন সাঈদী,  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটি রোকন, এবং ভাইস চেয়ারম্যান, সাঈদী ফাউন্ডেশন আলহাজ্ব আলহাজ্ব মোঃ মাসুদ বিন সাঈদী, বরিশাল মহানগর জামায়াত ইসলামী আমীর, অধ্যক্ষ মাওলানা মো: জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মো: মোবারক হোসেন, পিরোজপুর জেলা জামায়াত ইসলামী আমীর, অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন ফরিদ উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামী আমীর, মাওলানা মো: আবুল কালাম আজাদ প্রমুখ।

এরপরে দুপুরে তিনি নেছারাবাদ উপজেলার ঐতহাসিক ছারছীনা দরবারে গিয়ে মাজার জিয়ারত করেন এবং যোহরের নামাজ আদায় শেষে ছারছীনা শরীরের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন এর সাথে কুশল বিনিময় করেন।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৫:২৫ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ