গৌরনদীতে চাপে ফেলে সহকারি শিক্ষিকার পদত্যাগ!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে চাপে ফেলে সহকারি শিক্ষিকার পদত্যাগ!
রবিবার ● ১ ডিসেম্বর ২০২৪


গৌরনদীতে চাপে ফেলে সহকারি শিক্ষিকার পদত্যাগ!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

চাপ প্রয়োগ করে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) কনিকা মুখার্জীকে (৪৮) পদত্যাগে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
সহকারী শিক্ষিকা কনিকা মুখার্জি কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, আমি ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক হওয়ার পর প্রভাবশালী একটি মহল আমার ওপর ক্ষুব্ধ ছিলো। ৫ আগষ্টের পর মিথ্যে অভিযোগ তুলে আমার পদত্যাগের জন্য ওই মহলটি ছাত্র-ছাত্রীদের উস্কানি দিয়ে আমার বিরুদ্ধে আন্দোলন করায়। তিন মাসের মেডিকেল ছুটি আগামি ৪ ডিসেম্বর শেষ  হবে। শারীরিক সুস্থতা অনুভব করলে আমি রোববার (১ ডিসেম্বর) সকালে স্কুলে গেলে চাপ প্রয়োগ করে আমাকে পদত্যাগে বাধ্য করা হয়।  খবর পেয়ে থানার ওসি আমাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়।
আন্দোলণরত শিক্ষার্থীরা জানায়, নবম শ্রেণীর ক্লাশে শিক্ষিকা কনিকা মুখার্জী জুলাই অভ্যুথানে শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে অভিহিত করেন। এজন্য তার পদত্যাগের দাবিতে তারা আন্দোলণ করেন। সে পদত্যাগ করায় আন্দোলণ স্থগিত করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, সকালে ওই শিক্ষিকা স্কুলে আসার পর ছাত্র-ছাত্রীরা তার কাছে ক্লাস করবেনা বলে জানায়। এরপর তিনি প্রধান শিক্ষকের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সহকারী শিক্ষিকা কনিকা মূখার্জী স্কুলে আসলে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ওই শিক্ষিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে স্কুলের ২টি সিসি ক্যামেরা ভাংচুর করে।   বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে ওই শিক্ষিকা পদত্যাগপত্র দিয়েছেন।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৪:০৪ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ