গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের গৌরনদীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে যুবদলের ৩ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আাহত করার অভিযোগ উঠেছে নিজ দলের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া গ্রামের নজরুল সরদারের চা’য়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উপজেলার বাটাজোর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন সরদার (৫০), যুবদলের সদস্য আলামিন চাপরাশী (৪০), কর্মী বাবুল সরদার (৪৭)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন যুবদল কর্মী বাবুল সরদার অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট আ’লীগ সরকারের পতনের পর বাটাজোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজীব হাওলাদার এলাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অপকর্ম করে আসছিল। অপকর্মসহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করলে আমাদের সঙ্গে তার (রাজীব) বিরোধ সৃষ্টি হয়। এর জেরধরে বাটাজোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজীব হাওলাদারের নেতৃত্বে ৩০/৪০ নেতাকর্মী চাইনিজ কুড়াল, লোহার রড় ও লাঠিসোটা নিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নোয়াপাড়া গ্রামের নজরুল সরদারের চায়ের দোকানের সামনে আমাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমাকে, যুবদলের নেতা লিটন সরদার (৫০), আলামিন চাপরাশী (৪০)কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আমাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে আমি বাদি হয়ে ১৮ জনের নামোল্লেøখ করে অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করে শনিবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া গ্রামের নজরুল সরদারের চা’য়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উপজেলার বাটাজোর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন সরদার (৫০), যুবদলের সদস্য আলামিন চাপরাশী (৪০), কর্মী বাবুল সরদার (৪৭)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাটাজোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাজীব হাওলাদার (৪৫) অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এএসআর/এমআর