ছারছীনায় তিনব্যাপী বার্ষিক মাহফিল শুক্রবার শুরু

প্রথম পাতা » পিরোজপুর » ছারছীনায় তিনব্যাপী বার্ষিক মাহফিল শুক্রবার শুরু
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০২৪


ছারছীনায় তিনব্যাপী বার্ষিক মাহফিল শুক্রবার শুরু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের ছারছীনা দরবার শরীফের ১৩৪তম তিনদিন ব্যাপী বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন শুক্রবার শুরু হবে। আগামী ২৮ নভেম্বর বাদ মাগরীব ছারছীনা শরীরের বর্তমান পীর ছাহেব হযরত মাও. শাহ্ আবু নছর নেছারউদ্দিন আহমেদ হোসাইন মাহফিলের উদ্ভোধন করবেন। তিনদিন ব্যাপী বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল আগামী ১ ডিসেম্বর রবিবার যোহর নামাজ বাদা আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম ও নসীহত প্রদান করবেন। এছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা পেশ করবেন।

ইতোমধ্যে আগত মাহফিলে আগত মেহমানদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সু-চিকিৎসা ব্যবস্থা, গাড়ি পার্কিং, বিশুদ্ধ পানি সহ মাহফিলের পূর্ববর্তী প্রায় সকল ধরণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রূহুল আমিন আফসারী।
এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মাহফিলে অংশ গ্রহনের জন্য লঞ্চ, বাস, ট্রাক, ট্রলার রিজার্ভ করে হাজার হাজার ভক্ত-মুরীদানসহ মুসলমানগণ মাহফিলে আসতে শুরু করেছেন।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২১:২৪ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ