দুমকিতে পূর্বশত্রুতায় মহিলাসহ তিনজনকে পিটিয়ে জখম!

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে পূর্বশত্রুতায় মহিলাসহ তিনজনকে পিটিয়ে জখম!
রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪


দুমকিতে পূর্বশত্রুতায় মহিলাসহ তিনজনকে পিটিয়ে জখম!

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের হামলায় মহিলাসহ তিনজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতশনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কানাই হাওলাদার বাড়িতে এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটে। স্বজনরা গুরুতর আহতদেরকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এঘটনায় শনিবার রাতেই অভিযুক্ত লিটন হাওলাদারসহ চারজনকে আসামি করে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায়, লেবুখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আঃ গণি হাওলাদারের ছেলে মতিউর রহমান হাওলাদার গংদের সাথে একই বাড়ির বাসিন্দা মজিদ হাওলাদারের জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বিরোধপূর্ণ সম্পত্তির পুকুরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের মজিদ হাওলাদারের ছেলে লিটন হাওলাদার ও সুমন হাওলাদারসহ পরিবারের নারী-পুরুষ সদস্যরা মিলে বাঁধা দেয় ও এলোপাথারী পিটিয়ে মতিউর রহমান হাওলাদার (৫৫), সাহিদা বেগম (৫০) ও শুভ হাওলাদার (৩৫) কে জখম করে। প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্বজনরা আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
প্রতিপক্ষের লিটন হাওলাদার অভিযোগ করেন, জমিজমা নিয়ে আদালতে তাদের মামলা চলমান আছে। বিরোধীয় সম্পত্তির পুকুর জোড়পূর্বক ভোগদখল করার চেষ্টা চালালে প্রতিপক্ষকে বাঁধা দিতে গেলে উল্টো তারা তাদের ওপর হামলা করে। এতে দু’পক্ষে হাতাহাতি ঠেলাঠেলির ঘটনা ঘটেছে। কাউকে জখম করা হয়নি।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।


এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪১:২২ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ