চরফ্যাশনে জাল নোট প্রতিরোধে কর্মশালা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে জাল নোট প্রতিরোধে কর্মশালা
শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪


চরফ্যাশনে জাল নোট প্রতিরোধে কর্মশালা

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে এবং চরফ্যাশন উপজেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের সহযোগিতায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায়  সোনালী ব্যাংক চরফ্যাশন শাখা কার্যালয়ে সোনালী ব্যাংক পিন্সিপাল অফিস ভোলার প্রিন্সিপাল অফিসার কবির আহমেদ’র সভাপতিত্বে ও চরফ্যাশন শাখার পিন্সিপাল অফিসার মো.হাছনাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল’র অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) কাজী নজরুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল’র সহকারী পরিচালক মো.আতিকুর রহমান। সোনালী ব্যাংক চরফ্যাশন শাখার ম্যানেজার মো.খায়রুল হাসান কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। কর্মশালায় জাল নোট সনাক্তকরনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০০:৪৫ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ