গলাচিপায় ১হাজার মানুষ পেল ফ্রি চিকিৎসা ও ঔষধ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ১হাজার মানুষ পেল ফ্রি চিকিৎসা ও ঔষধ
শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪


গলাচিপায় ১হাজার মানুষ পেল ফ্রি চিকিৎসা ও ঔষধ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ফ্রি চিকিৎসা ও বিনা মূল্যে ঔষধ পেয়েছে প্রায় ১ হাজার মানুষ। শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধন করেন বাংলাদেশ “ল” কাউন্সিলের সহ সভাপতি এ্যাডভোকেট আ. রাজ্জাক মিয়া বক্তব্য রাখেন এ সংস্থার সহসভাপতি সহিদুল ইসলাম, সধারণ সম্পাদক মোকসেদুল হাসান রুপম, অর্থবিষয়ক সম্পাদক আমির হোসেন সোহাগ প্রমুখ। ১০ জন চিকিৎসক নাক কান ও গলা, নিউরো মেডিসিন, ডেন্টাল, মেডিসিনসহ  প্রায় এক হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ৩০ ধরণের ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে রোগীদের ফ্রি রক্ত পরীক্ষা ও বিভিন্ন রোগের নাম মাত্র মূল্যে টেস্ট করানো হয়। গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসিম উদ্দিন বলেন, আমরা এরপর থেকে গলাচিপার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো।

 

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৪৬ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ