ভান্ডারিয়ায় শিক্ষায় বাণিজ্য বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম পাতা » পিরোজপুর » ভান্ডারিয়ায় শিক্ষায় বাণিজ্য বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
বুধবার ● ২০ নভেম্বর ২০২৪


ভান্ডারিয়ায় শিক্ষায় বাণিজ্য বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ভাণ্ডারিয়াা থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  এস এম মজিবুর রহমানের নানান অনিয়ম এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) সকালে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করতে যান। এ সময় তাদের হাতে শিক্ষার নামে বাণিজ্য, শিক্ষকের আচরণ পিতৃ সমতুল্য সহ নানান প্লে কার্ড দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভাণ্ডারিয়াা থানা বালিকা মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক এস এম  মুজিবুর রহমান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত সেসন ফি আদায়, ইচ্ছামত মাসিক বেতন নির্ধারন, বাৎসরিক ল্যাব ফি নিয়েও একদিনের জন্য ও ছাত্রীদেরকে ল্যাব ব্যবহার করতে না দেয়া, খেয়ালখুশিমত  পরীক্ষার  ফি ধার্য করা  সহ নানান অনিয়ম করে আসছেন প্রধান শিক্ষক।
আমার তার সকল অনিয়মের বিচার চাই।

এ ব্যাপারে প্রধান শিক্ষক এস এম মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রীদের অভিযোগ সঠিক নয়, আমরা রশিদের বাহিরে কোন টাকা আদায় করি না।

এ প্রসঙ্গে ভাণ্ডারিয়াা থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আহমেদ  রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাণ্ডারিয়াা থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়মের বিষয়টি আমার নলেজে এসেছে। এ বিষয়ে শিগ্রই আমি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বসব।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৫:৩৯ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ