আ‘লীগের সময়কার সিন্ডিকেট ভাংতে না পারায় বাজার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না-মেজর (অব.) হাফিজ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আ‘লীগের সময়কার সিন্ডিকেট ভাংতে না পারায় বাজার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না-মেজর (অব.) হাফিজ
সোমবার ● ১৮ নভেম্বর ২০২৪


আ‘লীগের সময়কার সিন্ডিকেট ভাংতে না পারায় বাজার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না-মেজর (অব.) হাফিজ

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বানিজ্য মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি জনগণের ভোটাধিকার অর্জনের জন্য সংগ্রাম করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজন। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে বিএনপির দুই হাজারের বেশী নেতাকর্মি জীবন দিয়েছে। আমরা চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আশা করি অন্তরবর্তীকালীন সরকার অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিবেন।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তজুমদ্দিনে একদিনের সফরকালে ডাকবাংলো হলরুমে
উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের সাথে মতবিনিময়  শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে মেজর হাফিজ এসব কথা বলেন।
উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন আলম অভি, মোঃ হুমায়ুন, ইব্রাহীম গাজী, শাহরিয়ার হোসেন সেজান, মহিবুল্লাহ রামীম, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, মিজান চৌধুরী, মোঃ রাজীবসহ, উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মী।
দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর অবঃ হাফিজ আরো বলেন,বর্তমান অন্তবর্তী সরকার আওয়ামী ষড়যন্ত্রের কারনে  দ্রব্যমূল্যের বাজারে আ’লীগের সিন্ডিকেট ভাংতে না পারায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না। নির্বাচিত সরকার থাকলে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নিয়ে আসতেন।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৬:২৪ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ