নেছারাবাদে সমিতির পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে সমিতির পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন
শনিবার ● ১৬ নভেম্বর ২০২৪


নেছারাবাদে সমিতির পাওনা টাকা আদায়ের দাবিতে মানববন্ধন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে সমিতির পাওনা টাকা আদায়ের দাবীতে মানবন্ধন করেছে সমিতির ভুক্তভোগী গ্রাহকরা। শনিবার (১৬ নভেম্বর) সকালে সমিতির পাওনাদার বৃন্দের আয়োজনে স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের উপজেলা চত্তরের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে  মাতৃ ক্ষুদ্র ও সঞ্জয় ঋনদান সমবায় সমিতির শতশত ভুক্তভোগী গ্রাহক ও জনসাধারন অংশ নেয়। মনাববন্ধনে বক্তব্য রাখেন সমিতির ভুক্তভোগী গ্রাহক কাজী শিমুল, মো. মিজানুর রহমান, মো. তরিকুল ইসলাম সুমন, সীমা সিকদার, সুলতা মন্ডল, অরনী রায়, সুজন দত্ত প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, উপজেলার কুড়িয়ানা বাজারের অবস্থিত মাতৃ ক্ষুদ্র ও সঞ্চয়ী ঋণদান সমবায় সমিতিতে তাদের জমাকৃত আমানতের টাকা আত্মসাতের লক্ষে সমিতির মালিক স্বাধীন হালদার আত্মগোপনে থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। বক্তারা সমিতির মালিক স্বাধীন হালদারকে আইনের আওতায় এনে ভুক্তভোগী গ্রাহকদের পাওনা টাকা আদায়ের দাবী জানান। সমিতির বহু গ্রাহকরা তাদের পাওনা টাকা ফেরত না পেয়ে অর্থ সংকটে মানবেতর জীবন যাপন করছেন। গ্রাহকদের সাথে একাত্বতা পোষন করে সমিতির ৫টি শাখার ব্যবস্থাপক সুমন সাহা, গোপাল হাওলাদার,জগদিস রায়, প্রবির শীল ও উত্তম মিস্ত্রী মানববন্ধনে অংশ নেয়। এসময় তারা অভিযোগ করেন, তাদের মাধ্যমে সমিতি পরিচালনা করে সমিতির মালিক স্বাধীন হালদার গ্রাহকদের জমাকৃত ১০ কোটিরঅধিক টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪০ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ