ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার আমিন বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন সাংবাদিক সাকির আমিন। ভোরে ঘুম থেকে ওঠে সকাল দশ টা পর্যন্ত সময় টাকে কাজে লাগাতে নিজ ইচ্ছা থেকেই গত বছর ৫০ টি বস্তায় আদা চাষ করে আগ্রহ বেড়ে যাওয়ায় তার। এ বছর উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খানের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ১০০ টি বস্তায় বাড়ির আঙ্গিনায় আদা চাষ শুরু করেন সাকির আমিন। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাধ্যমে সিমেন্টের বস্তা সংগ্রহ করে আদা চাষ শুরু করেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার ছাতক প্রতিনিধি সাকির আমিন।
জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস অপেক্ষা করলেই প্রতি বস্তায় ৩-৪কেজি আদা উৎপাদন করা সম্ভব। বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। অতি বৃষ্টি, খরা সহ যেকোনো প্রাকৃতিক দূর্যোগে এ আদার ক্ষতি করতে পারে না। বস্তা স্থানান্তর করা যায়। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বাড়ির আঙ্গিনা অথবা পতিত জমিতে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষক এবং সাধারণ মানুষের।
বস্তায় আদা চাষে প্রথমে মাটি, জৈব সার, ছাই, বালি, গোবর সার ও দানাদার কীটনাশক নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হয়। তবে আদার কন্দ লাগানোর আগে ছত্রাক নাশক পানিতে শোধন করে নিলে ভাল হয়। মাটি ভর্তি বস্তায় তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিতে হবে। বাড়ির আঙ্গিনা আশপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি এসব বস্তা রাখা যায়। প্রতি বস্তায় ৩০-৪০ টাকার মত খরচ হবে।
এব্যপারে সাকির আমিন জানান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিকভাবে সাবলম্বি হতে কৃষি কাজের বিকল্প নেই। কমসময়ে সল্প পূঁজি আর সামান্য পরিশ্রমে সফলতা অর্জন করতে হলে বস্তায় আদা চাষই উত্তম কাজ। আগামীতে বানিজ্যিক ভাবে আদা চাষের পরিকল্পনা রয়েছে। এলাকার অনেকেই বস্তা পদ্ধতিতে আদা চাষে উৎসাহিত হয়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এবছর উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমি পতিত পড়ে আছে। দুটি প্রকল্পে ৩ হাজার হেক্টর জমিতে আদা চাষের লক্ষ্য মাত্রা থাকলেও বস্তা পদ্ধতির প্রতি কৃষকদের আগ্রহ থাকায় ৫ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। হাওরাঞ্চলে এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন, দেশে বেকারত্ব ও মাদকাসক্ত থেকে তারুণ্যকে বাঁচাতে হলে পান সিগারেটের বদলে আদা চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে। এছাড়া বাড়ির আঙ্গিনায় কম খরচ ও সল্প পরিশ্রমে বস্তায় আদা চাষ করে বেকারত্ব দুর করে সাবলম্বী হওয়া যায়।
এএমএল/এমআর