গোপালগঞ্জে ইমাম মেম্বরের উন্নয়নকর্মে খুশি ওয়ার্ডবাসী

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে ইমাম মেম্বরের উন্নয়নকর্মে খুশি ওয়ার্ডবাসী
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪


গোপালগঞ্জে ইমাম মেম্বরের উন্নয়ন কর্মে খুশি ওয়ার্ডবাসী

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

আড়াই বছরে একটি ওয়ার্ডেই করেছেন ১০টি ইটের সলিংয়ের রাস্তা। ৯০ জনকে করে দিয়েছেন বয়স্ক, বিধবা, পঙ্গু ও গর্ভবতী ভাতা। দরিদ্র মানুষের আপদে বিপদে সর্বদা তিনিই আগেই ছুটে যান। বলছি গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একজন সফল মেম্বার ইমাম খানের কথা। ওই এলাকাবাসীর চোখের মনি হয়ে উঠেছে ইউনিয়ন পরিষদের মেম্বার ইমন খান।
মাঝিগাতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মেম্বার ইমাম খানের এমন উন্নয়ন মূলক কাজ। ওই ওয়ার্ডে গিয়ে দেখা যায় মাত্র আড়াই বছরে ১০টি ইটের রাস্তার করেছে। সরকারি বরাদ্দে জনগনের আশানারুপ কাজ করেছেন বলে জানায় ওই এলাকাবাসী।
মাঝিগাতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গড়ইগাতি গ্রামের মারুফ শেখ, সাব্বির শেখ’সহ অনেকেই  বলেন, আমাদের গ্রামের মেম্বার ইমাম খান ওয়ার্ডে অনেক কাজ করেছেন। যাহা বিগত কোন মেম্বার করে নাই। আমাদের গ্রামেই করেছেন ১০টি রাস্তা। এছাড়া অর্ধশতাধিক মানুষকে করে দিয়েছেন বয়স্ক, বিধবা, পঙ্গু ও গর্ভবতী ভাতা। যেখানে সব সময় খবর পাই টাকা ছাড়া কোন ভাতা পাওয়া যায় না সেখানে নিজের উদ্যোগে মেম্বার ইমাম খান এসকল ভাতা করে দিয়েছেন দরিদ্র মানুষদের।
স্বামী সন্তানহীন জয়তুন বেগম বলেন, আমার কোন ছেলে সন্তান নেই। আমি অসহায় একজন বৃদ্ধা। আমাকে ইমাম খান মেম্বার একটি ভাতা করে দিয়েছে।
মাঝিগাতি ইউনিয়ন পরিষদের মেম্বার ইমাম খান বলেন,  মেম্বার হওয়া কোন বাণিজ্যক জায়গা না এটা একটা দায়িত্বের জায়গা কারন সরকার যে অনুদান  গুলো দেয় সেটা অত্যান্ত  গরিব লোকের জন্য। যা তাদেরই প্রাপ্য। তাদের এই হক নষ্ট করা মানে নিজেকে পৃথিবীর সর্বোচ্চ নিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য করা একই কথা। আমি আমার ওয়ার্ডের গরিব মানুষদের জন্য প্রায় ৯০টি ভাতা করে দিয়েছি। এছাড়াও আমার ওয়ার্ডে  ১০টি রাস্তা করেছি। সরকারি বরাদ্দের সঠিক বন্টন ও সঠিকভাবে কাজ করেছি।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৬:২৩ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ