গৌরনদীতে গণপিটুনিতে যুবক নিহতে ৩’শ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে গণপিটুনিতে যুবক নিহতে ৩’শ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা!
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪


গৌরনদীতে গণপিটুনিতে যুবক নিহতে ৩’শ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে ইজি-বাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীদের গণপিটুনিতে ইস্রাফিল মোল্লা (২৭) নামে এক  যুবক নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা তিনশত লোকজনকে (গ্রামবাসীকে) আসামি করে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।  নিহতের বাবা গোপালগঞ্জ জেলার সদর থানাধীন খানারপাড় গ্রামের কাইয়ুম মোল্লা  বাদি হয়ে গৌরনদীর পশ্চিম শাওড়া গ্রামের অজ্ঞাতনামা ৩ শত লোকজনকে আসামি করে সোমবার দিবাগত রাতে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, বাদির ছেলে ইস্রাফিল মোল্লা  (২৭) পার্শ^বর্তী কাঠি গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে সাগর মোল্লার (২৫) সাথে রোববার (১০ নভেম্বর) বিকাল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়। রাতে  সে (ইস্রাফিল)  আর বাড়ি ফিরে আসেনি। পরদিন সোমবার (১১ নভেম্বার) সকাল ১০টার দিকে মোবাইল ফোনে বাদি সংবাদ পান যে,   ইজিবাইক চুরি করার উদ্দেশ্যে রোবাবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের মনিরুজ্জামান বেপারী ওরফে মনির বেপারীর বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে ডাকচিৎকার দিলে দৌড়ে পালানোর সময়   ওই (পশ্চিম শাওড়া) গ্রামের নাফিস ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর  স্থাণীয়রা বাদির ছেলে ইস্রাফলকে আটক করে।  এ সময়  চোর সন্দেহে ২’শ থেকে ৩’শ লোকজনে গণপিটুনি দিয়ে বাদির ছেলেকে গুরুতর আহত করে ফেলে রাখে। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌছে মূমুর্ষু অবস্থায় বাদির ছেলে ইস্রাফিলকে উদ্ধার করে  গৌরনদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।  ইস্রাফিল হত্যার সুরাতহাল রিপোর্ট তৈরি করে ও মায়না তদন্তের জন্য ইস্রাফিলের লাশ বরিশাল মর্গে প্রেরণ করেন পুলিশ।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান,  হত্যা মামলাটি তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

 

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:২৬ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ