নেছারাবাদে দুর্নীতির প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে দুর্নীতির প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
শনিবার ● ৯ নভেম্বর ২০২৪


নেছারাবাদে দুর্নীতির প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে তরুন প্রজম্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় কামারকাঠি নব কুমার ইনষ্টিটিউট মিলনায়তনে “গণ সচেতনতাই দুর্নীতি প্রতিরোধের একমাত্র উপায়” বিষয়ের ওপর ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিরঞ্জন হালদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হালিমুর রহমান শাহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান মাহমুদ, মুখ্য আলোচক দুর্নীদি দমন কমিশন পিরোজপুর জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক মো. জাকির হোসেন, উপ সহকারি পরিচালক পার্থ চন্দ্র পাল, দুপ্রকের সহ সভাাপতি মো. মহিবুল্লাহ, সদস্য মো. তৌফিকুজ্জামান ও মাহফিজুর রহমান ফাগুন প্রমুখ। বিতর্কের বিষয়ের পক্ষে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি এবং বিপক্ষে অলংকারকাঠি মনিরাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তিতর্ক উপস্থাপন করে। বিতর্কে বিপক্ষ দল বিজয়ী এবং বিজয়ী দলের আদ্রিতা রহমান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও সনদ পত্র বিতরণ করা হয়।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪২:৫৬ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ