গোপালগঞ্জে জলসাঘর সঙ্গীত একাডেমির পিকনিক সম্পন্ন

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে জলসাঘর সঙ্গীত একাডেমির পিকনিক সম্পন্ন
শনিবার ● ৯ নভেম্বর ২০২৪


গোপালগঞ্জে জলসাঘর সঙ্গীত একাডেমির পিকনিক সম্পন্ন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

রঘুনাথপুর জলসাঘর সঙ্গীত একাডেমিতে জলসা আড্ডা ও প্রীতি ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ জলসা আড্ডা ও পিকনিক অনুষ্ঠিত হয়। সকাল থেকে খুদে শিক্ষার্থীদের কন্ঠে অসাধারণ গান ও নৃত্যে আনন্দময় হয়ে উঠে এ পিকনিক ও আড্ডা। সন্তানদের নিয়ে জলসাঘর সঙ্গীত একাডেমির এমন আয়োজনে মুগ্ধ অভিভাবকরা।

রঘুনাথপুর জলসাঘর সঙ্গীত একাডেমি অধ্যক্ষ মহানাম সরকার দীপ বলেন, প্রতিবছর খুদে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আমরা একটি জলসা আড্ডা ও প্রীতি ভোজের আয়োজন করি। এ বছর সেই আড্ডা অনুষ্ঠান করছি। সাথে খুদে শিক্ষার্থীরা কি শিখলো আমাদের একাডেমি থেকে সেটাও অভিভাবকরা দেখতে পায়।

রঘুনাথপুর জলসাঘর সঙ্গীত একাডেমির সভাপতি অমিতোষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জলসাঘর সঙ্গীত একাডেমি প্রধান উপদেষ্টা সরোজ কান্তি বিশ্বাস খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুলাল চন্দ্র  বিশ্বাস,  জলসার সঙ্গীত একাডেমি সাধারণ সম্পাদক জ্বোতিষ বিশ্বাস,  সহ সভাপতি বিষ্ণুপদ বিশ্বাস, বিল্পব বিশ্বাস,  সাংগঠনিক সম্পাদক সুকান্ত মন্ডল,  কোষাধ্যক্ষ কনোজ কান্তি বিশ্বাস, দিলীপ কুমার সরকার, সমাপ্তি বিশ্বাস,  ডাক্তার চন্দ্রিকা সরকার,  কাঞ্চন রতœ’সহ খুদে শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২২:৩৯ ● ১৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ