নেছারাবাদে বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪


নেছারাবাদে বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিভিন্ন উপজেলা বিএনপি’র অংগ-সংগঠনের উদ্যোগে শহরের প্রধান প্রধান শড়কে মিছিল করা হয়। দিবসটি উপলক্ষে বিকেলে উপজেলার মিয়ারহাট বন্দরে বর্ণাঢ্য র‌্যালি ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মিয়ারহাট বন্দর ও কলেজ চত্তর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. ওয়ালিউল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মো.ফকরুল আলম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মো. রুহুল আমিন, বলদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহিন আহম্দে, আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন বিএনপি’র সভাপপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো. জাকির হোসেন নান্টু, ৩নং স্বরূপকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আইয়ুব আলী হলুদ, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য মো. মহিউদ্দিন হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মহাসিন মিয়া, মো. জিয়াউল হাসান রাজু, আ. রহিম বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. সজিব হোসনে, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মিজানুর রহমান, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. জিয়াউল হক সজিব, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়ন যগ্ম আহবায়ক কাজী রাজিব রাফি প্রমুখ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৭:০৫ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ