গোপালগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন‘র সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন‘র সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪


গোপালগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন‘র সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমূখে ক্যান্সার রুখে দিন এই স্লোগানকে সামনে রেখে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন ২০২৪ সাফল্যমন্ডিত করতে গোপালগঞ্জে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালগঞ্জ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: মো: মাসুদ রানার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
সংবাদ সম্মেলনে বলেন, বলেন আগামী ১০ নভেম্বর হতে ১৪ নভেম্বার এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ জেলায় মোট ১৩ হাজার ১৫৯ জন কিশোরীকে এইচপিভি ক্যাচ-আপ টিকা দেওয়া হবে। গোপালগঞ্জে সদরে ২ হাজার ৬১৫ জন, টুঙ্গিপাড়ায় ১ হাজার ৪৩৭ জন, কোটালীপাড়ায় ২ হাজার ৯০৩ জন, মুকসুদপুরে ২ হাজার ৭২৮ জন, কাশিয়ানীতে ২ হাজার ২৯২ জন ও পৌরসভায় ১ হাজার ১৮৪ জন কিশোরীকে এইচপিভি ক্যাচ-আপ টিকা দেওয়া হবে।
এ সময় গোপালগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম কবির, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিক, মেডিকেল অফিসার ডা: দিপংকর বিশ্বাস’সহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এইচপিভি টিকা সম্পর্কে ব্রিফিং দেন বিশ্ব সাস্থ্য সংস্থার গোপালগঞ্জ জেলা শাখার পরিচালক ডা: নিশাত তাসমিন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:১৯ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ