নেছারাবাদে মার্কেন্টাইল ব্যাংকের উপশাখা উদ্বোধন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মার্কেন্টাইল ব্যাংকের উপশাখা উদ্বোধন
বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪


নেছারাবাদে মার্কেন্টাইল ব্যাংকের উপশাখা উদ্বোধন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে মার্কেন্টাইল ব্যাংকের ৪৪তম উপশাখার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে পৌরশহরের জগন্নাথকাঠি বন্দরে আমেনা কমপ্লেক্সে ওই শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম।
বরিশাল শাখা কর্তৃক নিয়ন্ত্রণাধীন স্বরূপকাঠী উপ-শাখার ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হান মাহাবুব, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন, জগন্নাথকাঠী বন্দরের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়াম্যান মো. আবুল কারাম আজাদ এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, বরিশাল শাখা প্রধান ও এভিপি মওদুদ আহমেদ, ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আসগার জি.হারুনী এবং স্বরূপকাঠীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:২২ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ