নেছারাবাদে মুরগীর ফার্মের পুকুরে কর্মচারীর লাশ!

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে মুরগীর ফার্মের পুকুরে কর্মচারীর লাশ!
বুধবার ● ৬ নভেম্বর ২০২৪


নেছারাবাদে মুরগীর ফার্মের পুকুরে কর্মচারীর লাশ!

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে মুরগীর ফার্মের পুকুরে পাওয়া গেল কর্মচারী ওবায়দুল হক (৩৮) মরদেহ। বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নান্দুহার গ্রামের মদন বাড়ীর পেছনে তানভির আহমেদ পলাশের মুরগীর ফার্মের পুকুরে ওই লাশ পাওয়া যায়। ওবায়দুল হক নান্দুহার গ্রামের সিরাজুল হক সুজলের ছেলে। ওবায়দুলের স্ত্রী, ২ টি ছেলে ও ১ টি মেয়ে রয়েছে।
ফার্মের মালিক তানভির আহমেদ পলাশ জানান, আমার মুরগীর ফার্মে দুইটি শেড। একটিতে মুরগী না থাকায় ওবায়দুল হক ছুটিতে ছিল। দুই দিন আগে যেটির মধ্যে মুরগী আছে সেটির কর্মচারী ছুটিতে যায়। এরপর ওবায়দুলই ওই শেড দেখাশোনা করছিল। বুধবার বেলা সাড়ে ১১ টার সময় পার্শবর্তী ফার্মের মালিক শাহ আলম আমাকে ফোন দিয়ে জানান, আপনার ফার্মে লাইট জলে,কোন লোক জন দেখছিনা। খবর পেয়ে আমি বেলা একটার সময় ফার্মে গিয়ে দেখি ফার্মের ওপর একটি বালতি ও খাবার পড়ে রয়েছে। এসময় পুকুুরের মধ্যে ওবায়দুলের কাপড় ভাসতে দেখে এলাকার মেম্বার তোতা খানকে খবর দেই ও এলাকার দফাদার মাসুম এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ তুলে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।
এ বিষয়ে স্থাণীয় ইউপি সদস্য মো. তোতা খান জানান, আমি সংবাদ পেয়ে স্থাণীয় চৌকিদার, দফাদারকে ঘটনাস্থলে যাইতে বলি। ওবায়দুল হক ফার্মে অনেকদিন যাবদ কাজ করে এবং একাই বসবাস করত।

নেছারাবাদ (স্বরূপকাঠি)থানার ওসি মো. বনি আমীন বলেন,লাশ উদ্ধার করা হয়েছে। থানায় ইউডি মামলা রজু করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:০২ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ