নেছারাবাদে বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুঠ!

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুঠ!
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪


নেছারাবাদে বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুঠ!

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে দিনের বেলায় শেফালী বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্যরা। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার সুটিয়াকাঠীতে ওই ঘটনা ঘটেছে। বৃদ্ধার ছেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষক মো. এনামুল হক জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার তদন্ত শুরু করেছে।
এনামুল হক জানান, তিনি তার স্ত্রী ও ছোট ভাই শিক্ষক। প্রতিদিনের মত সকালে তারা সকলেই বিদ্যালয়ে চলে যান। ছোট ছেলে তাহজিদও মাদ্রাসায় যায়। ছোট ভাই রিয়াজের স্ত্রী বেড়াতে গিয়েছে।  ঘটনার সময় তাদের মা শেফালী বেগম ভবনের দোতলায় একাই ছিল। এনামুল হক জানান, বেলা ১ টার কিছু পূর্বে আমার ছেলে তাহজিদ মাদ্রাসা খেকে বাসায় ফিরে দাদীকে হাতপা রশি দিয়ে বাধা এবং গলায় রশি পেচানো। এ অবস্থা দেখে সে ডাক চিৎকার দিলে লোকজন এসে শেফালী বেগমকে পার্শবর্তী জাহানারা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরো বলেন, বাসার আলমিরা শোকেস ভেঙে তসনস করে নগদ এক লাখ টাকা ও ৬-৭ ভরি স্বর্নালংকার ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত কার্যক্রম চালাচ্ছি। উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সিআইডির টিম ঘটনাস্থলে পৌছে তদন্ত কর্যক্রম শুরু করেছে। মামলার বিষয় পরে জানানো হবে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৬:০৬ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ