নেছারাবাদে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জাতীয় সমবায় দিবস উদযাপন
রবিবার ● ৩ নভেম্বর ২০২৪


নেছারাবাদে জাতীয় সমবায় দিবস উদযাপন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ, স্বরূপকাঠী সেন্টাল কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমেটেডের সভাপতি মো. কাজী আনিসুজ্জামান, উপজেলা সেন্টাল কো-অপারেটিভ এসোসিয়েশনের সভাপতি মো. বেলায়েত হোসেন, সেবক হেলথ এন্ড এডুকেশন সোসাইটির সভাপতি কৃষ্ণকান্ত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৬:১৭ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ