গোপালগঞ্জে শ্যামা পূজায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে শ্যামা পূজায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
শনিবার ● ২ নভেম্বর ২০২৪


গোপালগঞ্জে শ্যামা পূজায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের রঘুনাথপুরে শ্যামা পূজা উপলক্ষে জলসাঘর সঙ্গীত একাডেমি উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (০১ নবেম্বর)  সন্ধ্যায় রঘুনাথপুর বিশ্বাস বাড়িতে শ্যামা মন্দির প্রাঙ্গনে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মধ্যপাড়া সার্বজনীন শ্যামা মন্দির কমিটির সভাপতি দীপ বিশ্বাসের আমন্ত্রণে এবং শংকর মালাকার ও শংকর বালার সঞ্চালনায় অত্র মন্দিরে জলসাঘর সংগীত একাডেমি এ অনুষ্ঠান করে।
জলসাঘর সংগীত একাডেমির অধ্যক্ষ, মহানাম ব্রত দীপ বলেন, সুস্থ সাংস্কৃতিক সমাজ গড়তে আমরা ধর্মীয় অনুষ্ঠানে এ ধরণের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করছি।  বর্তমানে ছেলেমেয়েরা মাদকের দিকে ঝুকে পড়েছে। তাদের মাদক থেকে দুরে রাখতে সুস্থ সাংস্কৃতিক চর্চা  দরকার।  আমাদের জলসাঘর সঙ্গীত একাডেমি সেই চর্চায় সহায়তা করে।  আমি বলবো সকলের ছেলেমেয়েরা মাদক থেকে দুরে রাখতে সুস্থ সাংস্কৃতিক চর্চায় রাখবেন।
এসময় জলসাঘর সংগীত একাডেমির সভাপতি অমিতোষ বিশ্বাস, সুকান্ত মন্ডল, প্রভাষক মানবেন্দ্র বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, বিষ্ণুপদ বিশ্বাস, সংগীতশিল্পী জ্যোতিষ বিশ্বাস, তবলাশিল্পী সুবাস বিশ্বাস, শংকর মালাকার, নিত্য গোপাল ঠাকুর, বিদ্যুৎ বালা, বিশ্বজিৎ বাগচি, শ্রীবাস বালা,  নীহার বিশ্বাস, রাজীব বিশ্বাস, শিখা মজুমদার কনোজ বিশ্বাস,  সমাপ্তি বিশ্বাস, মৌসুমী বিশ্বাস, ভোলা বিশ্বাস,  দীপ বিশ্বাস, সূবর্না বালা, দিপালী বিশ্বাস, ব্যাংকার সুব্রত রায়, পলাশ বসু’সহ জলসাঘর সঙ্গীত একাডেমি  নেতৃবৃন্দ, অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করতে মন্দির প্রঙ্গণের কানায় কানায় ভরে উঠে সঙ্গীত প্রেমীদের।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:৪২ ● ৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ