গৌরনদীতে আলেম সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে আলেম সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪


গৌরনদীতে আলেম সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহিরউদ্দিন স্বপন বলেছেন,  আমাদের নেতা তারেক রহমান একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাইনা। আমরা  একটি চাই রাষ্ট্র তার সকল ধর্মের নাগরিকদের অধীকার নিশ্চিত করবে। সকলে স্বতস্ফুর্ত ভাবে তার নিজ নিজ ধর্ম পালন করবে। রাষ্ট্র এতে সকল প্রকার সহযোগীতা করবে। সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। আপনারা সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় বেশী উদ্যোগী হোন। মানুষের মধ্যে নৈতিক মুল্যবোধ জাগ্রত করুন। আপনাদের সহয়তায় মানুষের মধ্যে নৈতিক মুল্যবোধ জাগ্রত হলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।
তিনি আরো বলেন, সাংবাধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে। ৫ আগষ্টে শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন স্বাদীনতা পেয়েছি।এ স্বাধীনতায় আমাদের দেশের রাজনৈতিব স্বাধীনতা এসেছে।  বৃহস্পতিবার দুপুরে গৌরনদী বাসষ্ট্যানস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, সমাজ পুনর্গঠনে ইমাম-মুয়াজ্জিন-মাদ্রাসা শিক্ষকসহ আলেম সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান  অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।          টরকী বন্দর বাইতুল ফালাহ্ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মাওলানা রহমাত রহমাত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানা রাশিদিয়া ইমদাদুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ মাওলানা ক্বারী আব্দুল আজিজ পীর সাহেব, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, মাহিলাড়া কওমী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারী আঃ আজিজ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা মুফতি আঃ হালিম, উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, কাছেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোঃ মনিরুল ইসলাম। বক্তব্য রাকেন, ইমাম সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা বজলুর রহমান, বার্থী কওমী মাদ্রাসার মুহতামিম মুফতি আমিনুল ইসলাম, মাওলানা মোঃ শাহাদাৎ হোসেন, গৌরনদী উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ গিয়াস উদ্দিন, মাওলানা মোঃ মহিউদ্দিন খান, চাঁদশী কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ বাঈজিদ আহাম্মেদ, মাওলানা হাসানুজ্জামান, জাতীয় শিক্ষক ফোরাম গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহিবুল্লাহ্ প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার শীর্ষস্থানীয় আলেম-ওলেমাসহ ৭৩৫টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকসহ স্থানীয় বিএনপির দেড়সহ¯্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির ইস্যুতে স্বপন বলেন, এই রাষ্ট্রপতি কেমন, রাষ্ট্রপতি ভাল কিনা, রাষ্ট্রপতিকে কে নিয়োগ দিয়েছে সেটা আমাদের কাছে বড় কথা নয়। এই রাষ্ট্রপতির হাতেই ড. ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালিন সরকার নিয়োগ লাভ করেছে। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে যতদ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের ক্ষমতা জনগনের হাতে ফেরত দেওয়া।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:১৫ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ