নাটোরে পুকুর খননের দায়ে তিনজনের এক লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » রাজশাহী » নাটোরে পুকুর খননের দায়ে তিনজনের এক লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯


---

নাটোর সাগরকন্যা প্রতিনিধি॥
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি এলাকার তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও সড়কের ওপর দিয়ে মাটিবহনের দায়ে তিনটি মাটি বোঝাই ট্রাক্টরসহ তিনজনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন-পুকুর খনন যন্ত্র ভেকুর মালিক হযরত আলী, ট্রাক্টর চালক মেহেদী হাসান সাগর ও জমির মালিক বারশেদ আলী। আটককৃতদের বুধবার রাত সাড়ে ৮টার দিকে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাদের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ফসলি জমিতে পুকুর খনন ও রাস্তা ঘাটের ক্ষতি সাধন করবে না বলে মুচলেকা দেন দোষীরা। স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, এলাকায় কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না পুকুর খননকারীদের। তাদের দাপটে অসহায় হয়ে পড়েছে এলাকাবাসী। এজন্য ইটভাটা মালিকদেরও দায়ী করেছে এলাকাবাসী। এ ব্যাপারে নবাগত ইউএনও মিজানুর রহমান জানান, পুকুর খননের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২০:১০ ● ৫২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ