নেছারাবাদে সেনাবাহিনীর হাতে ৪চাঁদাবাজ আটক

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে সেনাবাহিনীর হাতে ৪চাঁদাবাজ আটক
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০২৪


নেছারাবাদে সেনাবাহিনীর হাতে ৪চাঁদাবাজ আটক

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে সেনাবাহিনীর টহল চলাকালীন ৪ চাঁদাবাজকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পরে স্বরূপকাঠী পৌর এলাকার মাগুরা বাজার (বাসষ্ট্যান্ড) থেকে চাঁদা আদায়ের সময় সেনাবাহিনীর টহল কমান্ডারের নেতৃত্বে তাদের হাতে নাতে আটক করে।
আটককৃতরাহল স্বরূপকাঠী পৌর এলাকার ছারছীনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. লোকমান, মোঃ হাবিবুর রহমানের ছেলে মো.মনিরুল ইসলাম, মো. সিদ্দিক হাওলাদারের ছেলে মো. ফরিদ হোসেন, এবং জগৎপট্টি গ্রামের আব্দুল আউয়াল সরদারের ছেলে মো. ইব্রাহিম সরদার। আটকের সময় চাঁদা বাজদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ ও নগদ ৮ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের জব্দকৃত টাকাসহ নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন জানান, সেনা সদস্যদের নিয়মিত টহলের সময় আটককৃত ৪ চাঁদাবাজকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলারর প্রকৃয়া চলমান।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৩ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ