দেবহাটায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের কর্মশালা

প্রথম পাতা » খুলনা » দেবহাটায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের কর্মশালা
বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪


দেবহাটায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের কর্মশালা

দেবহাটা (সাতক্ষীরা) সাগরকন্যা প্রতিনিধি॥

দেবহাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উত্তরণের বাস্তবায়নে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর দেবহাটা এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার লাভলু খান।
উত্তরণের প্রজেক্ট অফিসার আবু এমরানের সঞ্চালনায় বক্তব্য দেন দেবহাটা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মাদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার প্রমুখ। প্রকল্পের সার্বিক বিষয় মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন উত্তরণের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার।
অন্যান্যদের মধ্যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সমবায় অফিসার মনোজিত মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান, ম্যারেজ রেজিস্টার মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম সাইফুদ্দিন ইয়াহিয়া, উত্তরণের মনিটরিং অফিসার মঈনুল হাসান সোহান, সিএফ ইরানি পারভীন, মিমমা খাতুন, জাহিদা বেগম, শারমিন সুলতানা, ফরিদা খাতুন সহ জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী, কমিউনিটি ক্লিনিকের সেবাদাতা সরকারি কর্মকর্তা ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, ৩ বছর মেয়াদি বাস্তবায়িত প্রকল্পে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, স্যানিটারি ন্যাপকিন বিতরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সংস্কার সহ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে জানানো হয় সমাপনী কর্মশালায়।


কেই/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫০ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ