কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪


কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কাউখালী (পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯অক্টোবর)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমরাজুড়ি  ইউনিয়নের কুমিয়ান আশ্রায়ন এলাকায়   এ ঘটনা ঘটে । নিহত ফাতেমা  আক্তার ওই গ্রামের প্রবাসী শ্রমিক জাকির হোসেন এর মেয়ে।

নিহত ফাতেমার পরিবারের সদস্যরা জানায়, ঘরের ভিতরে চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা ছিল। শিশুটি সবার অজান্তে সেখানে গিয়ে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তার মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউখালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দ্বীপ্ত কুন্ডু বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৭:৫৬ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ