নেছারাবাদে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪


নেছারাবাদে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে পানিতে ডুবে রুকাইয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণকাঠি গ্রামে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রুকাইয়া উপজেলার বিষ্ণকাঠি গ্রামের মো. খায়রুল ইসলামের মেয়ে।
এলাকাবাসি সুত্রে জানাগেছে, ঘটনার দিন দুপুরে সবার অগোচরে বাড়ির পাশে খালে পড়ে ডুবে যায়। স্বজনরা খোঁজা খোজির পর তার অচেতন দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. নাজমুল হাসান মাসুদ খান জানান, হাসপাতালে আনার পুর্বে তার মৃত্যু হয়েছে।

 

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৩ ● ৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ