গৌরনদীর সাবেক মেয়র হারিছ গ্রেফতার, ঝাড়ু মিছিল

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীর সাবেক মেয়র হারিছ গ্রেফতার, ঝাড়ু মিছিল
মঙ্গলবার ● ২৯ অক্টোবর ২০২৪


গৌরনদীর সাবেক মেয়র হারিছ গ্রেফতার, ঝাড়ু মিছিল

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তিনবারের নির্বাচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। হারিছুর রহমানের ফাঁসির দাবিতে দুপুরে গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ঝাঁড়– মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গত আ’লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোরনের অভিযোগে চলতি (অক্টোবর) মাসে গৌরনদী থানায়  সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের বিরুদ্ধে ৬ টি মামলা রুজু হয়েছে। বিএনপির ৬ নেতাকর্মীর দাযের করা ৬টি মামলাতেই তাকে (হারিছ) প্রধান আসামি করা হয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন যাবত খুঁজছিলো। গোপণ সংবাদের ভিত্তিতে তার (ওসি) নির্দেশে গৌরনদী থানার এসআই আব্দুল হক শিকদার, এস.আই মনিবুর রহমান সুজন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা মহানগরীর রামপুরা থানা পুলিশের সহযোগীতায় মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকার রামপুরা থানাধীন  বনশ্রী এলাকার গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  ওই ৬টি মামলার মধ্যে উপজেলা  বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর  একটি  মামলায় গ্রেফতার দেখিয়ে  তাকে  সন্ধ্যায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে।  আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, হারিছুরের গ্রেফতারের খবর গৌরনদীতে ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  গৌরনদী বাসষ্ট্যান্ড, ভূরঘাটা, বার্থী, মাহিলাড়া, নলচিড়া, সরিকলসহ বিভিন্ন এলাকায় ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে ঝাঁড়– হাতে বিক্ষোভ মিছিল করেছে।
সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের ফাঁসির দাবিতে মঙ্গলবার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ ঝাঁড়– মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া সহ অন্যান্যরা। এসময় বক্তারা সাবেক মেয়র হারিছকে গৌরনদী-আগৈলঝাড়ার সন্ত্রাসের গডফাদার আখ্যায়িত করে ফাঁসীর দাবী জানান।
বিক্ষুব্ধরা জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে অত্যাচার ও নির্যাতন করে এলাকা ছাড়া করার পাশাপাশি নিজদলের নেতাকর্মীদেরও অত্যাচার-নির্যাতন করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আপন ভাইদের বাবার বাড়ি থেকে বিতারিত করা, চর্টার সেল তৈরি করে ভিন্নমতের লোকজন ধরে নিয়ে নির্যাতন সহ দূর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩১:৫৪ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ