রাজাপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ৫

প্রথম পাতা » ঝালকাঠী » রাজাপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ৫
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯


---

রাজাপুর (ঝালকাঠি) সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠির রাজাপুরের উপজেলা নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বারবাকপুর স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। অফিস পরিচালনার দায়িত্বে থাকা নৌকা প্রতীকের সমর্থক আহত খলিলুর রহমান অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে আ’লীগের বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর আনারস প্রতীকের সমর্থক রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগরে সহ সভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধার নেতৃত্বে ইকবাল, মশিউর, আব্বাস, পান্নু মৃধাসহ ৩০/৪০ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে ওই অফিসে হামলা চালিয়ে অফিসের আসবাপত্র তছনছ ও ভাঙচুর করে। অফিসে থাকা প্রধানমন্ত্রী ও নৌকার প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলে। হামলায় খলিল হাওলাদার ও জলিল হাওলাদারসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগরে সহ সভাপতি আনোয়ার হোসেন মজিবর মৃধা এ অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:১০:৪১ ● ৪৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ