নেছারাবাদে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
সোমবার ● ২৮ অক্টোবর ২০২৪


নেছারাবাদে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে মো.জাফর আলী (৪২) হত্যায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করা করেছে পুলিশ। গত রবিবার রাতে গ্রেফতারকৃত আসামীদের ঢাকার কদমতলা এলাকা থেকে র‌্যাব-১০ এর সহায়তায় নেছারাবাদ থানার এসআই স্বপন চন্দ্র দে সহ সংগীয় ফোর্স গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের নেছারাবাদ থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীদের সোমবার (২৮ অক্টোবর) বিকালে পিরোজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।
গ্রেফতারকৃতরা হলো ঝালকাঠি সদর উপজেলার বেসাইনখান এলাকার আব্দুর রউফের ছেলে মো. সিদ্দিকুর রহমান (৬০) এবং মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. রায়হান মোল্লা প্রিন্স (২৬) ও সম্রাট মোল্লা (২৩)। মামলার বিবরণে জানা গেছে, গত ৭ আগস্ট সকালে পূর্ব জৌসার জামে মসজিদে যাতায়াতের রাস্তায় বেড়া দেয়াকে কেন্দ্র করে সিদ্দিকুর রহমান গংদের সাথে প্রতিবেশি জাফর আলীর ঝগড়া ঝাটির ঘটনা ঘটে। পরবর্তীতে দুপুরে পুনরায় কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জাফর আলী গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মামমলার তদন্তকারী কর্মকর্তা এস আই স্বপন চন্দ্র দে জানান, এ ঘটনায় ১০ জন নামীয় ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের পিরোজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৩:৫৮ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ