নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি-মেডিকেল ক্যাম্প

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি-মেডিকেল ক্যাম্প
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪


নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি-মেডিকেল ক্যাম্প

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

আজ ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। পিরোজপুরের নেছারাবাদে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে উপজেলার জগন্নাথকাঠী বন্দরের হাসপাতাল মসজিদ সংলগ্ন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোগিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ ওয়াহিদুজ্জামান, সেবা ক্লিনিকের ডা. নরেশ চন্দ্র বড়াল, ও ডা. মো এনায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী আনিসুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর বিএনপি’র সদস্য সচিব মো. কাজী কামাল হোসেন প্রমুখ। পাশাপাশি উপজেলার পশ্চিমপাড়ে সরকারি স্বরূপকাঠী কলেজ সংলগ্ন অটো ষ্ট্যান্ড মাঠে ও মিয়ারহাট বন্দরের বিএনপি’র অফিসে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলেক্ষ্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান, সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. সোহেল রানা মৃধা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. তপু রায়হান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, প্রমুখ নেতৃবৃন্দ, উপজেলার তিনটি ফ্রি-চিকিৎসা ক্যাম্পে প্রায় ৩০০ জন নারী পুরুষকে চিকিৎসা সেবা ও রোগীদের সাধ্যমত ঔষধ দেওয়া হয় এবং ৩২ জন রক্তদান করেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫২:১৪ ● ১২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ