ছাতকে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ
শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪


ছাতকে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন দক্ষিণ শাখা খেলাফত মজলিসের উদ্যোগে এক কর্মী সমাবেশ সম্পন্ন করা হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা বাজারে এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন। ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও খেলাফত নেতা মকবুল হোসেন এবং জুনাইদ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, পৌর খেলাফত মজলিসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদ, সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, বাইতুল মাল সম্পাদক ইসমাইল হোসেন মুবিন , মাওলানা আমিরুল হক, সহ সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, পৌর যুব মজলিসের সভাপতি হাফিজ আবুল হোসেন ইনু, ইউনিয়ন খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আহমদ হোসেন, মাওলানা আয়ুবুর রহমান, ক্বারী মাওলানা আকরাম হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আগামী ৩১ অক্টোবর উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে শহরের মন্টু বাবুর খেলার মাঠে এ সমাবেশে সকল খেলাফত মজলিস কর্মীকে ঐক্য বদ্ধভাবে মিছিলে মিছিলে অংশ গ্রহন করে আমাদের দাওয়াতি মাহফিল গুলো সফল ও স্বার্থক করতে হবে।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৫ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ